আলগাপুর: ভয়াবহ বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আলগাপুর উন্নয়ন খণ্ডের বক্রিহাওর, কালীনগর, পাঁচগ্রাম, মোহনপুর, উত্তর নারাইনপুর, উত্তরকাঞ্চনপুর প্রভৃতি এলাকায়।
ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ছিল জলের তলায়। বন্যার জলে প্রচুরপরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে মানুষের বসতবাড়ির। ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা প্রস্তুত করেছিলেন বিভিন্ন পাটোয়ারী এবং নিয়োজিত শিক্ষকরা। বন্যার জল চলে যাওয়ার প্রায় দু’মাস অতিবাহিত হয়েছে কিন্তু আলগাপুর উন্নয়ন খণ্ডের বন্যা কবলিত এলাকার অনেক ক্ষতিগ্রস্ত মানুষ আজ পর্যন্ত সরকারি সহায়তা পায়নি।
এ নিয়ে মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য ক্ষীরেন্দ্র দাস সহ ছায়া রানী দাস মৌসমি রাণি দাস নুরুন্নেছা ফকর উদ্দিন কল্যাণ চক্রবর্তী প্রমুখ বক্রিহাওর গ্রামের বাসিন্দারা বলেন বন্যার জলে তাদের বসতবাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারা এখনও সরকারি সহায়তা লাভ করেননি।
উল্লেখ্য আসামে এবারের প্রলয়ংকারী বন্যায় যাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষক ও পাটোয়ারী নিয়োগ করে ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা প্রস্তুত করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আর এই সাহায্য থেকে একাংশ ক্ষতিগ্রস্ত মানুষ বঞ্চিত হয়েছেন বলে বর্তমানে অভিযোগ উঠে আসছে।