ফেন্সিডিল ভর্তি লরি আটক বদরপুরে! গা ঢাকা দিলো চালক ও সহ চালক

ফেন্সিডিল ভর্তি লরি আটক বদরপুরে! গা ঢাকা দিলো চালক ও সহ চালক

ফেন্সিডিল ভর্তি লরি আটক বদরপুরে! গা ঢাকা দিলো চালক ও সহ চালক। প্রশাসন যতই কঠোর স্থিতি অবলম্বন করছে সমানতালে নতুন নতুন কৌশলে বরাক উপত্যকায় নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক হচ্ছে পাচারকারীরা।

গতকাল করিমগঞ্জ জেলার বদরপুরে পঞ্চাশ লক্ষ টাকার ফ্রেন্সিডিল জব্দ করার ২৪ ঘন্টার মধ্যে বিস্কুট ভর্তি ট্রাক থেকে বৃহৎ পরিমাণের ফ্রেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বদরপুর পুলিশ।

মঙ্গলবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৬ নং জাতীয় সড়কে রুটিন তল্লাশির সময় মালুয়ায় একটি বিস্কুট ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফ্রেন্সিডিল জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য বহু লক্ষ টাকা হবে বলে জানান ওসি চন্দন গোস্বামী।

বদরপুর থানার ওসি ও মালুয়া আইপিসির ইনচার্জ প্রণব কুমার মিলির নেতৃত্বে এই অভিযান চলে। যদিও পুলিশের খবর পেয়ে লরি ফেলে চালক ও সহ চালক গা ঢাকা দেয়। পুলিশ লরিটি বদরপুর থানায় নিয়ে যায়। তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *