আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কিছু বিশেষ শ্রেণীর কারাবন্দীদের শাস্তি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সেই অনুসারে ১৫ই আগস্ট এর দিনে মুক্তি পাওয়া কয়দীদের শ্রেণী সমূহ ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়েছে।
অসমের গৃহ এবং রাজনৈতিক বিভাগ ধরা এক নির্দেশনায় জানানো হয়েছে যে ৫০ বছর বা তার থেকে অধিক বয়সের মহিলা এবং ট্রান্সজেন্ডার দুষীরা যদি তাদের মুট শাস্তির সময়সীমার ৫০ শতাংশ সম্পূর্ণ করে থাকেন তবে তাদেরকে রেহাই করে দেওয়া হবে।
পুরুষ দুশীদের ক্ষেত্রে শাস্তি ক্ষমা করার নূন্যতম যোগ্যতা ৬০ বছর।
অন্যদিকে, ৭০ শতাংশ বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে বলে মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যয়িত আসামিদেরও মুক্তি দেওয়া হবে।তবে তাদেরকেও শাস্তির ৫০ শতাংশ সম্পূর্ণ করতে হবে।
গুরুতর অসুস্থ আসামিদের মুক্তির জন্য কোনো শর্ত নেই।
দরিদ্র বন্দিরা যারা তাদের সাজা সম্পূর্ণ করেছে কিন্তু তাদের উপর আরোপিত জরিমানা না দেওয়ার জন্য এখনও কারাগারে রয়েছে, এবং যারা অল্প বয়সে অপরাধ করেছে এবং অন্য অপরাধের সাথে জড়িত বা বিচারের মুখোমুখি হয়নি তারা সাজা মওকুফের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিষয়ক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ক্যাটাগরিতে কোনো নারী ও ট্রান্সজেন্ডার আসামি নেই।
তাছাড়া আসামের কারাগারে ১২ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে যারা তাদের ৬৬ শতাংশ সাজা পূর্ণ করেছে, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে তাদেরকেও মুক্তি দেওয়া হবে।